ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অ্যালামনাই এসোসিয়েশনের অনলাইন রেজিস্ট্রশন কার্যক্রম পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
শনিবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের বঙ্গবন্ধু মিলনায়তনে উদ্ভোধন করা হয়। ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক সাব্বির আলম লিটু।
তিনি বলেন, অনলাইন রেজিস্ট্রশনের মাধ্যমে ঢাকা পলিটেকনিকের সকল সাবেক ছাত্রদের একই ছাতার নিচে আসতে পারবে। সকল ছাত্রদের কারিগরি শিক্ষা গ্রহণে উৎসাহী করবে। পলিটেকনিকের সাবেক ছাত্রদের শত ব্যস্তার মধ্যেও নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় রাখবে। ঢাকা পলিটেকনিক থেকে পাস করা ছাত্রদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।
লিটু বলেন, এই অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাধ্যমে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিকভাবে সাহায্য করা হবে। ভবিষ্যতে অ্যালামনাই এসোসিয়েশন সদস্যদের সমাজ সেবামূলক কার্যক্রমে কাজে অংশগ্রহণ করা হবে।
স্বাগত বক্তব্যে সদস্য সচিব মনসুরুল হক মঞ্জু বলেন, আগামীতে ঢাকা পলিটেকনিক অ্যালামনাই এসোসিয়েশনকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সকল সাবেক ছাত্রদের অনলাইনে রেজিস্ট্রশন আহ্বান জানান।
অনুষ্ঠানে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানসহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। আগামী মার্চ 23 এর পর প্রথমার্ধে অনুষ্ঠিতব্য প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আগামী ২০ শে ফেব্রুয়ারি (www.dpialumniassociation.com) এ রেজিস্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ জানান আয়োজকরা।