খুলনার বটিয়াঘাটার ইতিমা মন্ডল নামের এক মডেলের দায়ের করা হয়রানিমূলক মামলা তদন্তে প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেছেন ব্যবসায়ী সুরঞ্জন সুতার।
সোমবার সকালে জাতীয প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান।
লিখিত বক্তব্যে সুরঞ্জন সুতার অভিযোগ করেন, ইতিমা মন্ডল তার প্রতিবেশী নারায়ন মন্ডলের মেয়ে। সে ঢাকায় এসে মিডিয়া জগতে নিজেকে মডেল হিসেবে দাবি করে। জমিজমা সংক্রান্ত বিষয়ে সে আমার নামে সে দুটো মিথ্যা মামলা দায়ের করেছে। যা আদালতে চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, আমি নাকি তাদের ভিটাবাড়ি ছাড়া করেছি। তার এসব কথার কতটুকু সত্য তা তদন্তের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। তদন্ত করে দোষী ব্যক্তিকে শনাক্তের মাধ্যমে সাজা দেয়ার আহ্বান জানাচ্ছি।
তিনি অভিযোগ করে আরো বলেন, গত ২৬ জানুয়ারি ঢাকা এবিসি নিউজ ডটকম ডট বিডি ও ডেইলি ঢাকার কন্ঠ ডট কম নামের দুটি অনলাইন নিউজ পোর্টালে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ সংবাদ পরিবেশন করে। ওই সংবাদে আমাকে চিহ্নিত সন্ত্রাসী, কুখ্যাত ভূমিদস্যু বলা হয়। যা সম্পূর্ণ মিথ্যা। আমি ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি সাংবাদিকদের জানান, আমি একজন ব্যবসায়ী ও সমাজ সেবক। আমি প্রগতি বিদ্যাপীঠ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি। বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদের বটিয়াঘাটা উপজেলার জয়েন্ট সেক্রেটারি। বিদ্যাবাড়ী কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা। আমার নিজ অর্থায়নে শৈল রংপুর মুজরঘোটা অঞ্চলে পাঁচটি মন্দির নির্মাণ, বৃদ্ধাশ্রম নির্মাণ এবং চিকিৎসালয় নির্মাণ করেছি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইতিমা মন্ডলের সাথে বা তার পরিবারের সাথে আমার কোন বিরোধ ছিলো না বা এখনো নেই। শুধু মাত্র সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য আমার নাম জড়ানো হয়েছে। যা কোনভাবেই সত্য নয়।
তিনি সাংবাদিকদের কাছে আহবান জানান, সরেজমিনে তদন্ত পূর্বক বিষয়টি খতিয়ে দেখার ও সত্যটা প্রকাশ করার।