১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

বাংলাদেশকে ৪.৫ বিলিয়ন ডলার ঋণ দিল আইএমএফ 

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

বাংলাদেশকে সাড়ে ৪ বিলিয়ন ( প্রায় ৪৫ হাজার কোটি টাকা) ঋণ প্রস্তাব অনুমোদিত দিল আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পর্ষদ।

সোমবার রাতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আইএমএফ’র নির্বাহী বোর্ডের সভায় বাংলাদেশের ঋণ প্রস্তাবটি অনুমোদন পেয়েছে।

বাংলাদেশ গত বছরের মাঝামাঝি সময়ে আই‌এম‌এফ’র কাছে ঋণ চায়। সংস্থাটি মূলত সহজ শর্তে বিভিন্ন দেশকে ঋণ দিয়ে থাকে।

বাংলাদেশ সরকারের তরফ থেকে ঋণ আবেদন পেয়ে আইএমএফ’র একটি প্রতিনিধি দল পরপর দুই দফায় ঢাকা সফর করে। তারা বাংলাদেশ ব্যাংক, এনবিআর এবং আর্থিক বিভাগের সঙ্গে বৈঠক করে। ঋণের শর্ত হিসেবে এ সংক্রান্ত কিছু কিছু জায়গায় সংস্কারের প্রস্তাব করে। এর‌ই মধ্যে সেই কার্যক্রমেও হাত দেয়া হয়েছে।

এমন বাস্তবতায় গত ১৬ জানুয়ারি আইএমএফের উপ ব্যবস্থাপনা পরিচালক অ্যান্তইনেত মনসিও সায়েহ তার ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সেদিন তাদের মধ্যে ঋণের বিষয়টি নিয়ে আলোচনা হয়।

জানা গেছে, ওইদিনই ঋণ দেয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়, যা অনুমোদন পেল সোমবার রাতে।

বাংলাদেশকে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দিতে গত নভেম্বরে ঢাকায় কর্মকর্তা পর্যায়ের বৈঠকে প্রাথমিক সমঝোতায় পৌঁছায় আইএমএফ। সেই ঋণচুক্তির শর্তসহ খুঁটিনাটি চূড়ান্ত করার প্রক্রিয়ার মধ্যেই বাংলাদেশ সফর করেন আইএমএফ এর উপ ব্যবস্থাপনা পরিচালক।

সর্বশেষ নিউজ