১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার

সাদাত হোসাইনের ‘শঙ্খচূড়’

ডেস্ক রিপোর্ট
spot_img

`বেশিরভাগ মানুষের ঔদ্ধত্য কোথা থেকে তৈরি হয় জানো?’
‘কোথা থেকে?’
‘নিজের নির্বুদ্ধিতা আর অন্যের বিনয় থেকে।’
‘মানে?’
‘মানে বুদ্ধিমান মানুষ উদ্ধত হয় না। উদ্ধত হয় নির্বোধ লোক।
বেশিরভাগ নির্বোধই অন্যের বিনয়কে দুর্বলতা ভাবে।
আর কাউকে দুর্বল ভাবা মাত্রই সে হয়ে ওঠে উদ্ধত।
আর উদ্ধত মানুষ মাত্রই নিজেকে অতি-আত্মবিশ্বাসী এবং অতিসক্ষম মনে করা শুরু করে।
সমস্যা হচ্ছে, এটি তার ভেতরে অবচেতনেই অন্যের সক্ষমতা সম্পর্কে ভুল ধারণা দেয়।
আর ভুল যখন অভ্যাসে পরিণত হয়, তখন পতন অনিবার্য।’

 

 

 

সর্বশেষ নিউজ