৭ সেপ্টেম্বর ২০২৪, শনিবার

‘শনিবার বিকেল’ মুক্তি পাচ্ছে না শুক্রবার

বিনোদন প্রতিবেদক
spot_img

বহুল আলোচিত ‘হলি আর্টিজান’-এর ঘটনা নিয়ে নির্মিত বলিউডের ‘ফারাজ’ মুক্তির আগে অথবা একইদিনে ‘শনিবার বিকেল’ মুক্তি দেওয়ার ইচ্ছা ছিল নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর। আর একদিন পরই মুক্তি পাচ্ছে ‘ফারাজ’।

কিন্তু সেইদিন মুক্তি পাচ্ছে না জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমা। বিষয়টি নিশ্চিত করছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

ফারুকী বলেন, আমি এখনও সেন্সর বোর্ডের ছাড়পত্র হাতে পাইনি। তাই শুক্রবার ‘শনিবার বিকেল’ মুক্তি দেওয়া যাচ্ছে না।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মন্ত্রণালয় থেকে কোনো কাগজ সেন্সর বোর্ডে আসেনি।

এদিকে, ‘শনিবার বিকেল’ সিনেমাটি কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করলেও এখনো দেশের দর্শক দেখতে পারেননি। কারণ দীর্ঘদিন ধরে সেন্সর বোর্ডে আটকে আছে সিনেমাটি। সম্প্রতি আপিল বোর্ডের শর্ত সাপেক্ষে সিনেমাটি মুক্তির কথা শোনা গিয়েছিল।

সর্বশেষ নিউজ