২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার
--বিজ্ঞাপন-- Bangla Cars

যেদিন গাঁটছড়া বাঁধবেন সিদ্ধার্থ-কিয়ারা

বিনোদন ডেস্ক
spot_img

ভালোবাসার মাসেই একে অপরের গলায় মালা পড়াবেন সিদ্ধার্থ-কিয়ারার। যদিও বিয়ের বিষয়টা নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রেখেছিলেন বলিউডের এই তারকা প্রেমিকযুগল। তারপরও ফাঁস হয়ে গেল এই জুটির বিয়ের ভেন্যু ও তারিখ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ৬ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধবেন এই তারকা জুটি। তার আগের দুদিন মেহেদি, সংগীত অনুষ্ঠিত হবে। রাজস্থানের বিখ্যাত নগর জয়সালমেরে অবস্থিত ঐতিহাসিক সূর্যগড় প্রাসাদে আগামী ৪-৫ ফেব্রুয়ারি এই বিবাহ বাসর বসবে। এই প্রাসাদটিকে ‘দ্য গেটওয়ে টু দ্য থর ডেজার্ট’ বলা হয়ে থাকে। এটিতে ৮৩টি রুম, দুটো বাগানসহ একটি বড় উঠান আছে।

চলতি সপ্তাহের প্রথমদিকে কিয়ারাকে মনিশ মালহোত্রার বাড়িতে যেতে দেখা যায়। তখনই কানাঘুষা শোনা যায়, বিয়ের লেহেঙ্গার ফিটিং করাতে গিয়েছিলেন তিনি। অন্যদিকে সিদ্ধার্থকে দেখা গেছে দিল্লিতে যেতে। তখনই দুইয়ে দুইয়ে চার মিলিয়েছিলেন অনুরাগীরা।

বিয়েতে উপস্থিত থাকবেন সিদ্ধার্থ-কিয়ারার নিকটাত্মীয় ও বন্ধু-বান্ধবরা। মনে করা হচ্ছে কিছু অতিথি সোজাসুজি প্রাইভেট জেট নিয়ে ভেন্যুতে হাজির হবেন। কাউকে কাউকে আবার বিমানবন্দরেই দেখা যাবে।

উল্লেখ্য, ২০২১ সালে স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পায় সিদ্ধার্থ কিয়ারা অভিনীত ‘শেরশাহ’ ছবিটি। এই ছবিতে অভিনয় করার সময়ে পরস্পর প্রণয়ে আবদ্ধ হন পর্দার এই প্রেমিক জুটি। অবশেষে চলতি মাসেই তা পরিণয়ে রূপ নিচ্ছে।

সর্বশেষ নিউজ