প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেলেন রাজবাড়ীর সেই সোনিয়া আক্তার স্মৃতি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ী কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান ।
সোনিয়া আক্তার স্মৃতির কারাগার থেকে মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা বার ও স্মৃতির আইনজীবী নেকবর হোসেন মনি। মুক্তির পর ফুলেল শুভেচ্ছা জানান জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ীর মহিলা দল নেত্রী।চার মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন।
সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী শহরের ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকার প্রবাসী মো. খোকনের স্ত্রী। তিনি জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য ও রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা।
২০২২ মাসের ৫ অক্টোবর ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে সোনিয়া আক্তার স্মৃতির বিরুদ্ধে মামলা করেন রাজবাড়ী জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব আরিফিন চৌধুরী। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে রাজবাড়ী শিশু পার্কে ফুচকা উৎসবের নামে অশ্লীল নৃত্যের আয়োজন করার অভিযোগে করা মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা গ্রহণ করেন।