২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার
--বিজ্ঞাপন-- Bangla Cars

২৭ ফেব্রুয়ারি আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে আসতে পারেন, ঘোষণা আসতে পারে মিশন খোলার

স্পোর্টস রিপোর্টার
spot_img

 

শুরুটা হয়েছিল ফুটবলের রাজা মেরাডোনাকে নিয়ে। সালটা ছিল ১৯৮৬। বিশ্বকাপ জয় পাওয়ার পর বাংলাদেশের মানুষের কাছে আর্জেন্টিনা এক মহাকাব্যের মতো হয়ে ওঠে। সেই থেকে বিশ্বকাপ ফুটবল মানেই বাংলাদেশের‌ কাছে আর্জেন্টিনা। গেল বিশ্বকাপ খেলায় আর্জেন্টিনা দলের কোচ এবং অধিনায়ক মেসি বাংলাদেশের সমর্থকদের নিয়ে কথা বলেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশের মানুষের অনুভূতি ভালোবাসা নিয়ে উচ্ছ্বসিত বক্তব্য দেন।

সেই থেকে একটা নাড়া পড়ে। এর ধারাবাহিকতায় বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস খোলার বিষয়ে কথাবার্তা হচ্ছিল। তা এখন বাস্তবে রূপ পাচ্ছে।

এদিকে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সফরে মিশন খোলার ঘোষণা আসতে পারে শিগগিরই।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ঢাকা সফরের সময় বাংলাদেশে খোলার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন বলেন, ‘বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগসহ একাধিক ক্ষেত্রে লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ দেখতে পাচ্ছে।’

তিনি বলেন, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরোর আসন্ন ঢাকা সফর লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বৈচিত্র্যময় ও গভীর করার প্রচেষ্টার অংশ। লাতিন আমেরিকার দেশগুলোতে বিভিন্ন সুযোগ অন্বেষণ করতে ২০০৯ সালে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন কাজ করে।

মুখপাত্র জানান, আগামী ২৭ ফেব্রুয়ারি আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের কথা রয়েছে। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় দুই দেশের মধ্যে এক বা একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর করতে পারে।্্্

আসছেন কি-না জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এটা এখনো নিশ্চিত নয়। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে নিশ্চিত হতে পারলে, তা আপনাদের জানাবো।

সর্বশেষ নিউজ