অমর একুশে বইমেলার তৃতীয় দিন আজ। মেলা শুরুর পর প্রথম সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারসকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বইমেলায় আজ থাকবে শিশুপ্রহর। প্রাপ্তবয়স্ক ক্রেতা-পাঠকের পাশাপাশি শিশুদেরও সরব উপস্থিতি আশা করছেন সবাই।একইসঙ্গে ক্রেতা-দর্শনার্থীর ভিড় বাড়বে বলে আশা করছেন মেলা সংশ্লিষ্টরা।
প্রকাশক, লেখক সবার ধারণা এদিন মেলা বেশ জমবে। বৃহস্পতিবার লেখক-পাঠক ও দর্শনার্থীর ভিড়ে বইমেলার উভয় প্রাঙ্গণ প্রাণচঞ্চল হয়ে উঠেছিল।
বইমেলায় শিশুদের প্রধান আকর্ষণ শিশু চত্বর। এ বছর মেলার এ অংশের নামকরণ করা হয়েছে শেখ রাসেলের নামে। আজ বিকেল ৩টায় এ চত্বরের উদ্বোধন করা হবে। যদিও গতকাল পর্যন্ত শিশু চত্বর ময়লা-আবর্জনায় ভর্তি ছিল।
শিশুতোষ প্রকাশনা সংস্থা ‘বাবুই’-এর প্রকাশক কাদের বাবু বলেন, শিশু চত্বর এখনও পরিষ্কার করা হয়নি। গর্তের কারণে শিশুরা এসে এখানে পড়ে যেতে পরে। একাডেমির উচিত দ্রুত এটি ঠিক করা।
অনুপম প্রকাশনীর প্রকাশক মিলন কান্তি নাথ বলেন, দীর্ঘ অভিজ্ঞতায় বইমেলার নানা পরিবর্তন দেখেছি। যার ধারাবাহিকতা এবারও আছে। মেলার আয়োজন এবার ব্যতিক্রম। আশা করছি খুব ভালো বইমেলা হবে।
এদিকে গতকাল মেলার দ্বিতীয় দিনে নতুন বই এসেছে ২১টি। বিকেল ৪টায় মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘বাংলা লোকসাহিত্যে হাটুরে কবিতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন বিলু কবীর। আলোচনায় অংশগ্রহণ করেন বেলাল হায়দার পারভেজ, আহমেদ মাওলা এবং তানভীর আহমদ সিডনী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ। ‘লেখক বলছি’ অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে আলোচনা করেন আখতার হোসেন, মুহাম্মদ শামসুল হক, ফারুক মাহমুদ ও পারভেজ হোসেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি আসাদ মান্নান, নাসির আহমেদ ও মাহবুব আজীজ। এছাড়া ছিল আবৃত্তি, সংগীত।