১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

ওমরাহ পালন করতে গেছেন সাকিব

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ওমরাহ পালন করতে সৌদি আরব গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুক্রবার রাতে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন সাকিব।

জানা গেছে, ওমরাহ আদায় করে আগামী ৬ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা বিশ্বসেরা এই অলরাউন্ডারের। ৭ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে সাকিব মাঠে থাকবেন বলেও ধারণা করা হচ্ছে।

এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছিলেন সাকিব। দলটির অধিনায়কও তিনি। ব্যাটে-বলে উজ্জ্বল সাকিবে ভালো করছে তার দলও, ইতোমধ্যেই নিশ্চিত করেছে প্লে অফ। তবে প্লে অফের লড়াইয়ে নামার আগেই মানসিক শান্তি পেতে আল্লাহর ঘরে যাচ্ছেন সাকিব।

বছর দুয়েক আগে এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান জানিয়েছিলেন, ‘হজ-ওমরাহ পালনে তিনি মানসিকভাবে প্রশান্তি লাভ করেন।’ একই সময়ে সাকিব দাবি করেছিলেন, ‘তার জীবনধারা পরিবর্তনে হজের ভূমিকা অপরিসীম।’ সুবাদে সুযোগ পেলেই বাইতুল্লাহর পথে রওনা দেন সাকিব।

সর্বশেষ নিউজ