১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

যে কারণে মাথাপিছু আয় কমেছে

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

দেশের মানুষের আয় বাড়েনি। বরং কমেছে। কিন্তু কেন। সেই জবাব খুঁজতে গিয়েবাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) একটি পরিসংখ্যানের দিকে নজর দেয়া যেতে পারে।

বিবিএস জানিয়েছে, ২০২১–২২ অর্থবছর শেষে চূড়ান্ত হিসাবে বাংলাদেশে গড় মাথাপিছু আয় দাঁড়িয়েছে দুই হাজার ৭৯৩ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় ( বর্তমান ডলার রেট অনুযায়ী) ৩ লাখ ২৩ হাজার ২৪৪ টাকা। এর আগে প্রকাশ করা সাময়িক হিসাবে বিবিএস বলেছিল, একই অর্থবছর শেষে দেশে মাথাপিছু আয় ছিল দুই হাজার ৮২৪ ডলার।

সূত্র মতে, মূলত টাকার বিপরীতে মার্কিন ডলারের বিনিময় মূল্য বেড়ে যাওয়া এবং জিডিপি প্রবৃদ্ধি হ্রাসের কারণেই মাথাপিছু আয় কমেছে।

রোববার পরিসংখ্যান ব্যুরো মাথাপিছু আয়ের একটি হিসাব প্রকাশ করে। সাময়িক হিসাবে প্রতি ডলারের দাম ৮৫ টাকা ৫৩ পয়সা ধরা হয়। যদিও বর্তমানে ডলার বিক্রি হচ্ছে ১০৮ টাকায়। তবে বিবিএসের হিসাবে ডলারের দর ৮৬ টাকা ৩০ পয়সা ধরা হয়। একারণে ডলারের হিসাবে মাথাপিছু আয় কিছুটা কমে।

সংস্থাটির হিসাবে পাশাপাশি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিও চূড়ান্ত হিসাবে কমেছে। এই হিসাবে, ২০২২-২৩ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ১০ শতাংশ। কয়েক মাস পূর্বের সাময়িক হিসাবে যা ছিল ৭ দশমিক ২৫ শতাংশ।

প্রবৃদ্ধি কমায় টাকার হিসাবেও সামান্য বা ৪২৩ টাকা কমেছে মাথাপিছু আয়। ফলে সাময়িক হিসাবের দুই লাখ ৪১ হাজার ৪৭০ টাকা থেকে তা চূড়ান্ত হিসাবে কমে দাঁড়িয়েছে দুই লাখ ৪১ হাজার ৪৭ টাকায়।
তার মানে দাঁড়াচ্ছে, মানুষের মাথাপিছু আয় বৃদ্ধির যে হিসাব তাতে গড়মিল রয়েছে।

সর্বশেষ নিউজ