গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান বলেছেন, আমি সম্ভবত একমাত্র সংসদ সদস্য যার কোনো গাড়ি নেই। এমপি হওয়ার সুবাদে ট্যাক্স ফ্রি একটি গাড়ি নেওয়ার সুযোগ থাকলেও আমি সেই গাড়িটি নেইনি এবং সিদ্ধান্ত নিয়েছি সেটা নেব না। ট্যাক্স ফ্রি গাড়ি একজন সংসদ-সদস্যের আইনসিদ্ধ অধিকার।
বিবেক, নীতি-নৈতিকতার কাছে সেটি স্বস্তিদায়ক মনে হচ্ছে না। একটি ভাড়া গাড়িতে চলাফেরা করি এবং এমপি হিসাবে যে সম্মানি ভাতা পাই বাকিটা ইংল্যান্ডে আমার পরিবারের কাছ থেকে নিয়ে জীবনযাপন করি।
রোববার জাতীয় সংসদে তিনি এসব কথা বলেন।
একই আলোচনায় অংশ নিয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি যতই হরতাল, অবরোধ করুক বাংলাদেশে আমরা শতদল ফোটাবোই। তিনি আরও বলেন, বিএনপি ২০১৪ সালে নির্বাচন বর্জন করে যে তাণ্ডব চালিয়েছিল তা অবর্ণনীয়। ১৫ সালে তারা অবরোধের নামে গাড়িতে আগুন দিয়ে একশর মতো মানুষ হত্যা করেছিল। হরতাল-অবরোধের ব্যর্থতার গ্লানি নিয়ে খালেদা জিয়া বাসায় ফিরে গিয়েছিলেন।
এই সেদিনও বলেছিল, ১০ ডিসেম্বর থেকে দেশ চলবে খালেদা জিয়ার নির্দেশে। কিন্তু শেখ হাসিনার উদারতার কারণে সাজাপ্রাপ্ত খালেদা জিয়া কারাগার থেকে বাড়িতে থাকার সুযোগ পেয়েছেন। বিএনপি যতই সন্ত্রাস করুক, যতই হরতাল, অবরোধের ডাক দিক বাংলাদেশে আমরা শতদল ফোটাবোই।