২৯ মার্চ ২০২৪, শুক্রবার

২৪ বছর আগে ভোরে সাইকেল চালিয়ে কার জন্য পার্কে ছুটে যেতেন বিদিশা?

নিজস্ব প্রতিবেদক

সাবেক সেনা শাসক হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে ঘর বেঁধেছিলেন বিদিশা। সেই ঘর ভেঙেও যায়। কিন্তু এরশাদ পুত্র এরিকের কারণে তিনি এখনো এরশাদের স্মৃতি আগলে রাখেন। রাজধানীতে নাম লিখিয়েছেন। তারপরও স্মৃতি তাকে টেনে নিয়ে যায় স্মৃতিময় জায়গায়। যেমনটি গিয়েছিলেন গুলশানের সাহাবুদ্দিন পার্কে।

সোমবার সকালে নিজের পেজবুকে ওই পার্কের হাঁটাচলা এবং স্মৃতিচারণের একটি ভিডিও আপ করেন বিদিশা। সেখানে তাকে ট্রাউজার পড়ে কিছুক্ষণ হাঁটতে দেখা যায়। পার্কের পরিচ্ছন্ন এক কর্মীর সঙ্গে একান্তে কথা বলতে দেখা যায়।

এরপর থেমে থেমে কথা বলেন নিজের ফেলে আসা সময়, আগামির সময় নিয়ে। কথার সূত্র নিজের শরীর চর্চার বিষয়টি নিয়ে শুরু হলেও শেষ করেন কেন এই পার্ক তার পছন্দের,তা নিয়ে।

বিদিশা বলেন, এই পার্কের সঙ্গে আমার ভীষণ স্মৃতি আটকে আছে। এই পার্কে আমি আমার স্বামীর সঙ্গে হাটতাম। ২৪ বছর আগের স্মৃতি। এখানে ভোরবেলা আমি সবাইকেল নিয়ে চলে আসতাম। এখানে তার সঙ্গে দেখা করতাম। এখানে লোকজন আমাকে চেনে। তাদের সঙ্গে কথা বলা যায়। আমি মানুষের খোঁজখবর নিলেন তারা আমাকে আপন মনে করে।

বিদিশা বলেন জীবনে অনেক খাওয়া দাওয়া করেছি। অনেক রূপচর্চা করেছি। এ বয়সে এসে মনে হচ্ছে, হেলথের দিকে নজর দিতে হবে। অনেক দৌড়াতে হবে। এরিক জিম করে। আমিও তার সাথে জিম করি। ফিট থাকাটা ইমপর্টেন্ট।
আমার কাজ হচ্ছে মানুষের জন্য কাজ করা। এ জন্য আমাকে ঘরের বাইরে বের হতে হয়।

সর্বশেষ নিউজ