বিয়ের জন্য প্রেমিককে চাপ দিয়েছিলেন প্রেমিকা। কিন্তু বিয়ের প্রস্তাব সরাসরি প্রত্যাখান করেন প্রেমিক। এতে চরমভাবে রেগে যান প্রেমিকা। বিষয়টি তার ইগোতে লাগে। শেষমেষ রেগে গিয়ে প্রেমিককে ফাঁসাতে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন প্রেমিকা।
এমনই ঘটনা ঘটেছে ভারতের তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলায়। মামলা পেয়ে পুলিশ প্রেমিককে গ্রেপ্তার করে। তার নাম সেলিম।
জানা গেছে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই তরুণীকেও আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, শনিবার রাতে ২১ বছরের এক তরুণী পুলিশের কাছে অভিযোগ করেন, কালো গাড়িতে ৪ যুবক তাকে অপহরণ করে জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাকে গণধর্ষণ করা হয়।
তরুণী পুলিশকে জানায়, সে এক বন্ধুর সঙ্গে দেখা করতে শনিবার চেঙ্গালপাট্টু রেল স্টেশনে যায়। এরপরই তাকে অপহরণ করা হয়।
ঘটনার পরই তদন্তে নামে পুলিশ। কিন্তু তদন্তের শুরুতেই পুলিশ জানতে পারে তরুণীর অভিযোগ সত্য নয়।
কাঞ্চিপুরমের পুলিশ সুপার এম সুধাকর বলেন, ওই স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। তাতে বাইকে এক যুবকের সঙ্গে তরুণীকে দেখা গেছে।
এরপর পুলিশ জানতে পারে, ওই যুবকের সঙ্গে তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের জন্য যুবককে জোর করেছিলেন তরুণী। কিন্তু তাতে রাজি হননি যুবক। এর বদলা নিতেই মিথ্যা অপহরণের গল্প সাজান তরুণী।
শনিবার রাতে একটি নির্জন এলাকায় ওই যুগল দেখা করেন। সেখানে বিয়ের জন্য প্রেমিককে জোর করেন তরুণী। কিন্তু প্রস্তাব প্রত্যাখান করে সেখান থেকে চলে যান যুবক। এরপরই বদলা নিতে সাহায্য চেয়ে পুলিশের দ্বারস্থ হন তরুণী। ধর্ষণের মিথ্যা অভিযোগ দায়ের করেন।