২০ জানুয়ারি ২০২৫, সোমবার

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ছাড়াল ৩ হাজার ৭০০ জন

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

এই শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়াতে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৭০০ জনে পৌঁছেছে। এ সংখ্যা আরও বাড়বে।

বিবিসি জানায়, নিহতদের মধ্যে তুরস্কেই ২ হাজার ৩০০ জনের চেয়ে বেশি ‌বাকি ১ হাজার ৪০০ জন রয়েছে সিরিয়াতে।

দেশটির সরকারি হিসাব অনুযায়ী, ভূমিকম্পে তুরস্কে আহত হয়েছেন ১৪ হাজার ৪৮৩ জন। দেশটিতে ভূমিকম্পের সময় ও তার পরে ৪ হাজার ৭৪৮টি ভবন ভেঙে পড়েছে। এ ঘটনায় তুরস্কে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ভূমিকম্পের কারণে মানবিক সংকট মোকাবিলায় তুরস্ক ও সিরিয়াকে তাৎক্ষণিকভাবে সহায়তা দেয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইসরায়েল, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ।

এদিকে, ভূমিকম্পে হতাহত ব্যক্তিদের উদ্ধারে উদ্ধারকর্মীদের অভিযান চলছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন শহরে অনুসন্ধান ও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। তবে সমস্যা হচ্ছে প্রতিকূল আবহাওয়া। শীতকালীন তুষারঝড়ের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। তুষারে অনেক সড়ক ঢেকে গেছে।

সোমবার ভোর রাতে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে তুরস্ক ও সিরিয়াতে। এতে ধ্বংসস্তূপে পরিণত হয় দুইটি দেশ‌ই। তুরস্কের সীমান্ত এলাকা হাটাইয়ের ভিডিও ফুটেজ প্রচার করেছে বিবিসি। এতে দেখা যাচ্ছে উঁচু উঁচু ভবনগুলো ধসে মাটির সঙ্গে মিশে গেছে। ভবনগুলো থেকে ধোঁয়া বের হচ্ছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভূমিকম্পে হতাহতদের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছেন।‌এই বিপর্যয় মোকাবিলায় তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন।

সর্বশেষ নিউজ