১৬ অক্টোবর ২০২৪, বুধবার

রাষ্ট্রপতি হিসেবে ড. মশিউর রহমানের নাম এগিয়ে

বিশেষ প্রতিনিধি
spot_img
spot_img

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমানের নাম এ মুহূর্তে এগিয়ে রয়েছে।

নির্ভরযোগ্য সূত্র জানায়, অনেকগুলো দায়িত্বশীল নাম থেকে ড. মশিউর রহমানকে প্রাধান্য দিয়ে এগুচ্ছেন সংশ্লিষ্ট সবাই। তবে‌ আরো কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম আলোচনায় রাখা হয়েছে।

তাদের মধ্যে রয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, দুদকের সাবেক কমিশনার ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ সাহাবুদ্দিন চুপ্পু, পরিকল্পনা মন্ত্রী এম‌এ মান্নান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। তবে শেষ পর্যন্ত কী হয় আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

দেশের ২২তম রাষ্ট্রপতি চূড়ান্ত হচ্ছে আজ সন্ধ্যায়। ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় সংসদ ভবনের লেভেল ৯-এ হবে সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের সপ্তম সভা। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী পাঁচ বছরের জন্য বঙ্গভবনে কে যাচ্ছেন সেখানে চূড়ান্ত করা হবে বলে দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

সংবিধানের রেওয়াজ অনুযায়ী জাতীয় সংসদে আওয়ামী লীগের একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটি যাকে মনোনয়ন দেবে তিনিই হবেন পরবর্তী রাষ্ট্রপতি।

আবদুল হামিদ দায়িত্ব পালন করছেন, এমন কাউকেই এই পদে আনতে চায় ক্ষমতাসীন দলটি। বর্তমান সংসদে যেহেতু বিএনপি নেই, আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠ এবং এমপিদের দলের বাইরে ভোট দেয়ার বিধান নেই, তাই সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের সংসদীয় দলের মনোনীত প্রার্থীই হতে চলেছেন পরবর্তী রাষ্ট্রপতি।

আগামী ২৪ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে। এজন্য ১৯ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ১২ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দিতে হবে। পরের দিন ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। একাধিক প্রার্থী থাকলে আগামী ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে ভোট গ্রহণ হবে।

সর্বশেষ নিউজ