হবিগঞ্জের এক প্রধান শিক্ষক এম মুখলিছুর রহমান আলোচিত ইউটিউবার হিরো আলমকে গাড়ি উপহার দিয়েছেন। মঙ্গলবার সেই গাড়ি বুঝে পেয়ে অ্যাম্বুলেন্সের জন্য দান করে দেন তিনি।
চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের হাজী আবদুল জব্বার জি এল একাডেমি অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক এম মুখলিছুর রহমান হিরো আলমকে উপহারের গাড়ির চাবি তুলে দেন।
হিরো আলম হবিগঞ্জ পৌঁছলে মুখলিছুর রহমান হিরো আলমকে জড়িয়ে ধরেন। এ সময় হিরো আলমকে আবেগে বারবার চুমু খেতে থাকেন। এরপর হাতে গাড়ির চাবি ও কাগজপত্র বুঝিয়ে দিয়েছেন ওই শিক্ষক।
গাড়ি উপহার পাওয়ার পর হিরো আলম জানান, যাদের মন আছে তাদের অর্থ নেই। ভালোবাসার জিনিস অনেক বড় পাওনা। সিলেটবাসী প্রমাণ করল, তারা কথা দিলে কথা রাখে। গাড়িটি ভালোবাসার জিনিস। এই গাড়ি আমি ব্যবহার করব না। এটি দিয়ে রোগীদের অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হবে।
হিরো আলম জানান, এই গাড়িতে ফোন নম্বর দেওয়া থাকবে। ফোন দিলে অসহায় মানুষকে এই গাড়ি অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হবে। জনগণের ভালোবাসায় এতদূর এসেছি। মানুষের সেবায় কাজ করে যেতে চাই।
শিক্ষক মুখলিছুর রহমান বলেন, সিলেট বিভাগের পক্ষ থেকে আমি ওয়াদা করেছিলাম নির্বাচনে হিরো আলম জয়ী হন বা না হন তাকে একটি গাড়ি উপহার দেব। সেটি বুঝিয়ে দিয়েছি। হিরো আলম বাংলার বাঘ।