সময়ের আলোচিত ও পাঠকপ্রিয় লেখিকা ইসমত আরা প্রিয়ার কেনো এত অভিমান। কী কষ্ট বয়ে বেড়ান তিনি!
মঙ্গলবার সন্ধ্যায় তার ফেইসবুকে দেয়া এক পোষ্টে তিনি তার অভিমানের কথা তুলে ধরেছেন।
বলেছেন, “একদিন খুব জ্বর হোক। সেই জ্বর যে জ্বর এলে আমার নাক মুখ দিয়ে গলাগলিয়ে রক্ত ওঠে একেবারে অমন।
এরপর নিঃশ্বাস নিতে কষ্ট হোক, অসম্ভব কষ্ট। অনেক অনেক বেশি কষ্ট।
এরপর থেমে যাক এ নিঃশ্বাস।
চিরতরে…
তবুও যেন কখনো অপমানের মতো এমন তীব্র যন্ত্রণায় নিজেকে খুব অসহায় না লাগে!”
সবাই জানে, লেখকদের অভিমান একটু বেশিই। আর দশজন মানুষের মতো তিনি জীবনকে দেখেন না। তার নিজের একটা জগত তৈরি হয়ে যায়।সেই জগতে তিনি ভীষণ স্বাধীন। যা লেখেন তা তার ভাবনা উপলব্ধি কিংবা জীবন থেকে নেয়া অভিজ্ঞতার সঞ্চারণ।
এর আগে প্রকাশ পেয়েছে এই লেখিকার বসন্ত ফিরে আসে, শঙ্খচিল, নীলপদ্মসহ একাধিক উপন্যাস ও সৃজনশীল গ্রন্থ।