৭ সেপ্টেম্বর ২০২৪, শনিবার

ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়াতে পারে,মাইলের পর মাইল ধ্বংসস্তূপের ভিতর স্বজনরা খুঁজছেন মৃতদেহ

আন্তর্জাতিক ডেস্ক
spot_img

 

ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ৮ হাজারের ঘরে এসে পৌঁছেছে। বেঁচে যাওয়া অনেকেই ধ্বংসস্তূপের ভিতর স্বজনদের মৃতদেহ খুঁজে বেড়ান।

এদিকে ভূমিকম্পে মাইলের পর মাইল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দুই দেশের বেশ কয়েকটি শহরে ধ্বংসস্তূপের মধ্যে হাজার হাজার মানুষ আটকা পড়ে আছে।

দুর্ঘটনার পর প্রায় তিনদিন পেরিয়ে গেলেও তুষারপাত ও তীব্র ঠান্ডায় উদ্ধারকাজ মারাত্মক ব্যাহত হচ্ছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করছেন।

যেখানেই প্রাণের সন্ধান পাচ্ছেন সেখানেই তারা ছুটে যাচ্ছেন। ২২ ঘণ্টা পর তুরস্কে এক নারীকে উদ্ধার করা হয়েছে এবং সিরিয়ায় ধ্বংসস্তূপের মধ্যে এক শিশুর জন্ম হয়েছে।

সোমবার ভোরে সংঘটিত ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ৭ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। এর মধ্যে তুরস্কে ৫ হাজার ৪০০ এবং সিরিয়ায় ১ হাজার ৮০০ জন মারা গেছে।

এদিকে এ ভয়াবহ মানবিক বিপর্যস্ত দেশ দুটির পাশে গোটা বিশ্ব দাঁড়িয়েছে। বিশেষজ্ঞ দল ও নানা সরঞ্জাম দিয়ে উদ্ধার প্রচেষ্টায় নানা দেশ সহায়তার চেষ্টা করছে। অনেক দেশ ইতোমধ্যে জরুরি ত্রাণসামগ্রী পাঠিয়েছে। খবর এএফপি, এপি, সিএনএন, বিবিসি ও রয়টার্সের।

মঙ্গলবার এক ব্রিফিংয়ে তুর্কি ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় বলেছেন, তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৪০০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহতের সংখ্যাও বেড়ে ২০ হাজার ৫৩৪ জন হয়েছে।

সিরিয়ার সীমান্তবর্তী তুর্কি শহর আন্তাকিয়ায় ১০ তলা ভবন চূর্ণ-বিচূর্ণ হয়ে রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। এর ধ্বংসস্তূপের মধ্যে জরুরি কর্মীদের উদ্ধার কাজ চালাতে দেখা যায়।

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লোকজনকে রক্ষা করতে উদ্ধারকারীরা হিমশিম খান। শহরটিতে বিদ্যুৎ নেই, জ্বালানিও নেই। এর মধ্যে বৃষ্টি পড়তে শুরু করায় তাপমাত্রা নেমে হিমাঙ্কের কাছাকাছি চলে যায়।

তুরস্কে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়াতে পারে : সিরিয়া সীমান্তে দক্ষিণ-পূর্ব তুরস্কে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে দেশটিতে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কারণ উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে বিপুলসংখ্যক মানুষকে খুঁজে পাচ্ছেন। ডব্লিউএইচওর সিনিয়র ইমারজেন্সি অফিসার ক্যাথরিন স্মলউড বলেন, ভূমিকম্পের ক্ষেত্রে আমরা সব সময় একই জিনিস দেখতে পাই।

দুর্ভাগ্যবশত শুরুর দিকে হতাহতের সংখ্যা যা থাকে, পরবর্তী সপ্তাহে তা বেশ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তিনি বলেন, তুষারপাত ও তীব্র ঠান্ডার মধ্যে অনেক মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন।

নিহত মানুষের মধ্যে অনেকেই যুদ্ধবিধ্বস্ত উত্তর সিরিয়ার বাসিন্দা। এসব এলাকায় লাখ লাখ শরণার্থী তুরস্কের সীমান্তের দুই পাশে শিবিরে বসবাস করেন। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় কয়েকশ প্রাণহানির খবর পাওয়া গেছে।

তুরস্ক ও সিরিয়ার পাশে বিভিন্ন দেশ : শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হওয়া সিরিয়া ও তুরস্কের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, হাঙ্গেরি, সুইজারল্যান্ড।

এরই মধ্যে তুরস্কের উদ্দেশে রওনা করেছেন বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ উদ্ধারকারী দলের সদস্যরা। এছাড়া চিকিৎসক দল, ধসেপড়া ভবনের নিচে চাপা পড়া মানুষদের উদ্ধারে প্রশিক্ষিত ডগ স্কোয়াডও পাঠিয়েছে দেশগুলো।

যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন, রাশিয়া, সংযুক্ত আরব-আমিরাত, সৌদি আরব, কাতারও সব ধরনের সহায়তার ঘোষণা দিয়েছে।

তুরস্কের প্রতিবেশী দেশ গ্রিসও বিশেষজ্ঞ দল পাঠিয়েছে। দেশটির সেনাবাহিনীর একটি বিমানে করে উদ্ধারকারী দল তুরস্কে পৌঁছে। সংযুক্ত আরব আমিরাত তাৎক্ষণিক সাড়ে ১৩ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তার ঘোষণা দিয়েছে। কাতারও তুরস্কে সহায়তা ও উদ্ধারকারী দল পাঠিয়েছে।

তুরস্ককে ৬ মিলিয়ন ডলার জরুরি সহায়তা দিচ্ছে চীন : চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়-ত্রাণ প্রচেষ্টার প্রাথমিক পদক্ষেপ হিসাবে চীন ৪০ মিলিয়ন ইউয়ান বা ৫ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে তুরস্ককে।

এছাড়া চীনের রেড ক্রস তুরস্ক ও সিরিয়াকে দুই লাখ ডলার করে জরুরি সহায়তা দেবে। পাকিস্তান ইতোমধ্যেই ত্রাণসামগ্রীসহ উদ্ধারকর্মী দল পাঠিয়েছে তুরস্কে।

আসাদ সরকারকে ছাড়াই সিরিয়ার পাশে দাঁড়াতে চায় ওয়াশিংটন : ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়া উভয় দেশের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এখনো সিরিয়ার সরকারের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেনি দেশটি।

  1. সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন এনজিওর মাধ্যমে সিরিয়ায় সহায়তা পাঠাবে। এ সহায়তা কার্যক্রমে তারা সিরিয়ার সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনায় যাবে না। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বৈধ বলে স্বীকৃতি দেয় না যুক্তরাষ্ট্র।

সর্বশেষ নিউজ