২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

‘অযত্ন অবহেলায় ৪০ হাজার ইভিএম আকেজো‌’

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

 

বিভিন্ন সময় ভোটের পর সঠিকভাবে সংরক্ষণ না করাসহ অযত্ন-অবহেলায় প্রায় ৪০ হাজার ত্রুটিপূর্ণ ইভিএম অকেজো হয়ে গেছে। ত্রুটিপূর্ণ এই ইভিএমগুলো মেরামতের জন্য বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে পাঠানো হচ্ছে।

ইভিএমের প্রকল্প পরিচালক (পিডি) কর্নেল সৈয়দ রাকিবুল হাসান জানান, ‘যাচাই-বাছাই করেই ৪০ হাজার ইভিএমে ত্রুটি পাওয়া গেছে। তবে ত্রুটিমুক্ত এক লাখ ১০ হাজার ইভিএম ভোটের জন্য প্রস্তুত রাখা আছে বলে জানান তিনি। এরমধ্যে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে মজুত রয়েছে ৭০ হাজার এবং অন্যান্য গোডাউনে থাকা ৪০ হাজার ইভিএম।

প্রসঙ্গত, অর্থ সংকটে নতুন ইভিএম কেনার প্রকল্প অনুমোদন হয়নি। ফলে, কমিশনকে মজুত ইভিএমের ওপরই নির্ভর করতে হচ্ছে।

কিন্তু যে পরিমাণ ইভিএম মজুত আছে, তার কতগুলো এখন ব্যবহারযোগ্য আর কতগুলো মেরামত করতে হবে, সে হিসাব এখনো চূড়ান্ত হয়নি।

ইসি সূত্রে জানা গেছে, ‘গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিন হাজার ৮২৫ কোটি টাকা ব্যয়ে দেড় লাখ ইভিএম কেনা হয়েছিল। কিন্তু, পর্যাপ্ত ব্যবস্থাপনার অভাবে এখন অনেক ইভিএমই ত্রুটিপূর্ণ হয়ে গেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি সংসদীয় আসনসহ বিগত পাঁচ বছরে অনুষ্ঠিত বিভিন্ন সিটি করপোরেশন এবং বেশিরভাগ স্থানীয় সরকার নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে। এখন ১০টি আঞ্চলিক কার্যালয়সহ দেশের বিভিন্ন জেলার ৪০টিরও বেশি অস্থায়ী গুদামে ইভিএমগুলো সংরক্ষণ করা আছে।

সর্বশেষ নিউজ