পররাষ্ট্র মন্ত্রণালয়ের জামে মসজিদের খতিব জানিয়েছেন, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষ অনেক কষ্টে আছে। তাদের শীতবস্ত্র ও ওষুধ খুব প্রয়োজন। ওই দেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে। শিগগিরই আমাদের একটি কাফেলা শীতবস্ত্র ও ওষুধ নিয়ে সেই দেশে যাবে।
্আজ পবিত্র জুম্মার খুতবা শুরুর আগে মুসল্লীদের তিনি এ তথ্য জানান।
এসময় তিনি তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।
ভূমিকম্পে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করার অনুরোধ করেন।
এর আগে জুম্মার আলোচনায় তিনি মানুষের জীবন যে খুব ক্ষুদ্র তা উল্লেখ করে বলেন, ভালো কাজ করার জন্য আরো সময় পাবো এমনটি নাও হতে পারে। ফলে আমাদের উচিত,যখন যে দায়িত্ব সামনে আসে তা নিষ্ঠার সঙ্গে পালন করা।
খুতবায় তিনি বাংলাদেশের মানুষের জন্যও দোয়া করেন।
নামাজ শেষে মুনাজাতে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করেন।