ইউক্রেনের পূর্ব দোনবাস অঞ্চল দখলে নতুন পরিকল্পনা এক তৈরি করছে রাশিয়া। আগামি সপ্তাহে আবারো আক্রমণের জন্য প্রায় দুই হাজার ট্যাংক এবং তিন লাখ সেনা প্রস্তুত করেছে দেশটি। ইউক্রেনের একজন গোয়েন্দা কর্মকর্তা এ বিষয়ে সতর্ক সংশ্লিষ্টদের করেছেন ।
একজন কর্মকর্তা মনে করেন, তারা যুদ্ধক্ষেত্রে কোনো হতাহত বা ক্ষতি নিয়ে চিন্তা করে না।
কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনীয় কর্মকর্তারা যুদ্ধক্ষেত্রে কয়েক মাস অচলাবস্থার পর রাশিয়ার নতুন আক্রমণ সম্পর্কে এভাবে সতর্ক করেছেন। হামলাটি ২৪ ফেব্রুয়ারি ভ্লাদিমির পুতিনের পূর্ণমাত্রায় অভিযানের সূচনার বছর পূর্তির সঙ্গে মিলিয়ে হতে পারে বলে মনে করা হচ্ছে।
ধারণা করা হচ্ছে, রাশিয়া আরও হাজার হাজার সাঁজোয়া যান, আর্টিলারি সিস্টেম, শতাধিক ফাইটার জেট এবং হেলিকপ্টার দিয়ে আক্রমণকে শক্তিশালী করবে।
এদিকে যুদ্ধ চলমান রাখার বিষয়ে সামরিক বিশ্লেষকরা বলছেন,রাশিয়ার আক্রমণ ইতোমধ্যেই শুরু হয়েছে। প্রতীকী তারিখের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে শক্তি বৃদ্ধি করে হতে পারে।
ইউক্রেনের সামরিক গোয়েন্দারা বিশ্বাস করে, রাশিয়ার অভ্যন্তরে তিন লাখেরও বেশি সেনা রয়েছে, যা যুদ্ধ শুরুর আগে তার সীমান্তে যে পরিমাণ জমা হয়েছিল তার প্রায় দ্বিগুণ।
ইউক্রেনের একজন সামরিক কর্মকর্তা ফরেন পলিসি নিউজকে বলেছেন, আগামী ১০ দিনের মধ্যে আমরা একটি নতুন আগ্রাসন দেখতে পারি।
অনুমান করা হচ্ছে, রুশ সামরিক বাহিনী নতুন আক্রমণের জন্য ১৮০০ ট্যাংক, ৪৯৫০ টি সাঁজোয়া যান, ২৭০০ আর্টিলারি সিস্টেম, ৮১০টি সোভিয়েত যুগের মাল্টি লঞ্চ রকেট সিস্টেম, ৪০০টি যুদ্ধবিমান এবং ৩০০টি হেলিকপ্টার প্রস্তুত করে রেখেছে।
জেনারেল ভ্যালেরি গেরাসিমভ গত মাসে ক্রেমলিন দ্বারা ইউক্রেনে রাশিয়ান বাহিনীর সামগ্রিক কমান্ডার হিসেবে নিযুক্ত হয়েছেন। আশা করা হচ্ছে, তিনি দোনেৎস্ক এবং লুহানস্কের অবশিষ্ট দোনবাস অঞ্চলগুলো মুক্ত করার প্রচেষ্টাকে কেন্দ্রীভূত করবেন। এখন অবধি রাশিয়ান বাহিনী দোনেৎস্কের বাখমুত এবং প্রতিবেশী লুহানস্কের ক্রেমিন্নার চারপাশে ক্রমবর্ধমান সম্পূর্ণ মুক্ত করতে পেরেছে।
বৃহস্পতিবার লুহানস্কের আঞ্চলিক গভর্নর সেরহি হাইদাই বলেন, ক্রেমিনার কাছে ইউক্রেনের প্রতিরক্ষা ভেদ করার চেষ্টায় রাশিয়া একটি বড় আক্রমণ শুরু করেছে।