রাজধানী ঘুড়ি উড়াতে গিয়ে সাত তলার ছাদ থেকে পড়ে মো. সালমান আদিব অর্ণব (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অর্ণব স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
শুক্রবার বিকেল পৌনে পাঁচটায় খিলখেত বোটঘাট নামাপাড়া চানাচুর গলির শরীফ চৌধুরীর বাড়ির ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতের বাবা রুহুল আমিন বলেন, সপ্তম তলার ছাদে সালমান আদিব ঘুড়ি উড়ানোর সময় হঠাৎ ছাদের পানির টাংকির উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
সেখানে তার অবস্থার অবনতি হলে রাত সাতটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বলেন, মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
কুড়িগ্রাম বুড়িমারী উপজেলার নলেয়া গ্রামের রুহুল আমিনের ছেলে সালমান। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়।