২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার
--বিজ্ঞাপন-- Bangla Cars

ভিজিট ভিসায় ভিক্ষা করতে দুবাই গিয়ে যেভাবে ধরা পড়লেন তারা

আন্তর্জাতিক ডেস্ক
spot_img

ভিজিট ভিসা নিয়ে ভিক্ষা করতে দুবাই গিয়েছিলেন এশিয়ান বংশোদ্ভূত এক নারী ও এক পুরুষ। প্রথমে সন্দেহ না হলে পরে তাদের আচরণ ছিল রহস্যময়। পরে তাদের গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

জানা গেছে, দুবাইয়ের নায়েফ এলাকার মেট্রো ব্যবহারকারীদের টার্গেট করে ভিক্ষার পরিকল্পনা করেছিলেন ওই দু’জন।

ওই দু’জন জানান, তাদের পরিকল্পনা ছিল দেশে ফিরে এই টাকা দিয়ে ব্যবসা করা। ওই দুজনের কাছ থেকে যথাক্রমে ১৯১ দিরহাম ও ১৬১ দিরহাম জব্দ করা হয়। খুব অল্প সময়ের মধ্যে তারা এই অর্থ জমিয়েছিলেন।

এদিকে, খালিজ টাইমস জানিয়েছে, ওই দু’জনকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। সাজাভোগ শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

পুলিশ জানিয়েছে, টহলরত পুলিশ সদস্যরা ওই দু’জনকে দেখতে পান। তখন তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ বুঝতে পারে, তারা ভিজিটর ভিসায় দেশটিতে প্রবেশ করেছে।

পরে তারা পুলিশকে জানায়, সংযুক্ত আরব আমিরাতে একজনের সহায়তায় ভিসা সংগ্রহ করেন তারা। এরপর দুবাই এসে ভিক্ষা করে জীবনধারণের পরিকল্পনা করেন তারা।

সর্বশেষ নিউজ