বগুড়ার শেরপুরে সমীর সাহা পাপ্পা নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক যুবক লাইভে এসে আত্মহত্যা করেছেন।
জানা গেছে, ওই আইডির মালিক বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা। বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে তিনটায় তিনি নিজের ঘরে আত্মহত্যা করেন।
ওই যুবকের নাম সমীর সাহা পাপ্পা (৩৪)। তিনি পৌরসভার গোসাইপাড়া এলাকার শ্যামল সাহার ছেলে।
পাপ্পার ফেসবুক ওয়ালে থাকা এক মিনিটের ভিডিওতে দেখা যায়, তিনি বেলা সাড়ে তিনটায় ফেসবুক লাইভে আসেন। এর আগে তিনি তাঁর ঘরের সিলিংয়ে ফ্যান লাগানোর হুকে একটি ওড়না বেঁধে রাখেন।
লাইভ চালু করে তিনি বিছানায় রাখা টুলে ওঠার চেষ্টা করেন। এরপর লাইভটি বন্ধ হয়ে যায়। এর আগে মৃত্যুর জন্য তাঁর মা, বাবা ও শ্বশুরকে দায়ী করে একটি ডে স্টোরি দেন।
ওই যুবকের প্রতিবেশী জীবন কুমার বলেন, ফেসবুকে লাইভ দেখে আমিসহ প্রতিবেশীরা তাঁর বাসায় ছুটে যাই। বাইর থেকে অনেক ডাকাডাকি করা হয়, কিন্তু সে কোনো সাড়া দেয় না। একপর্যায়ে ঘরের দরজা ভাঙার চেষ্টা করি। এরপর ঘরের জানালা কেটে ভেতরে ঢুকে লাশটি নামানো হয়।
সংশ্লিষ্টরা বলছেন, আত্মহত্যা কোনো সমাধান নয়। বিশেষ করে ফেসবুক লাইভে এসে আত্মহত্যার ঘটনা বেশি জঘন্য। এটাকে উৎসাহিত করা যাবে না। যে কারণে আত্মহত্যার ঘটনা ঘটছে তার পেছনের কারণ খতিয়ে দেখে সবাইকে সতর্ক করতে হবে।