১৬ অক্টোবর ২০২৪, বুধবার

নিপাহ ভাইরাসে আক্রান্ত তরুণের মৃত্যু ঢাকা মেডিকেলে  

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে শাহ আলম (২১) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে জরুরি বিভাগের ওয়ান–স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওপেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেকের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দিন বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষার পর তাঁরা জানতে পেরেছেন, শাহ আলম নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিলেন। ’

শাহ আলমের বাবা জালাল মিয়া জানান, ১০-১২ দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন শাহ আলম।

গত বৃহস্পতিবার জ্বর বেশি থাকায় তাঁকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে গত শুক্রবার এই হাসপাতালে আনেন। পরে জানতে পারেন, ছেলে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শাহ আলম তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন।

তাঁর বাড়ি নরসিংদীর শিবপুর থানার এলাকায়। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

সর্বশেষ নিউজ