যুক্তরাষ্ট্রে স্টেট বিশ্ববিদ্যালয়ে (এমএসইউ) এক বন্দুকধারীর গুলিতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অন্তত ৫ জন।
সোমবার মিশিগানের স্থানীয় সময় রাত সাড়ে এ হামলার ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় পুলিশের টুইটার বার্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
বিশ্ববিদ্যালয় পুলিশের ভারপ্রাপ্ত উপ-প্রধান ক্রিস রোজম্যান প্রাথমিক বিবৃতিতে জানান, ক্যাম্পাসের দুটি স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে। একটি স্থান হলো, বার্কি হল নামে পরিচিত একটি একাডেমিক ভবনের কাছে এবং অপরটি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কেন্দ্রের কাছে।
এছাড়া অস্ত্রধারীর বিবরণও জানিয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হামলাকারী একজন মাস্ক পরিহিত পুরুষ। তবে হামলাকারীকে আটক করতে পারেনি পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, সন্দেহভাজন হামলাকারী ইউনিয়ন ভবন থেকে পায়ে হেঁটে পালিয়ে গেছে।
মিশিগান স্টেট ইউনিভার্সিটি এ অঙ্গরাজ্যের সবচেয়ে বড় বিদ্যাপীঠ। এতে প্রায় ৫০ হাজার স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী রয়েছেন। এ ঘটনায় আগামী ৪৮ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।