৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী ও নবনির্বাচিত রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এ সময় রাষ্ট্রপতি আব্দুল হামিদের স্ত্রী এবং নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্ত্রী সঙ্গে ছিলেন। এছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় তারা বঙ্গভবনে পৌঁছান। সোমবার বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন পাওয়ার পর মো. সাহাবুদ্দিনকে ফোন করে অভিনন্দন জানান বর্তমান বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছিলেন।

তিনি বলেন, মো. সাহাবুদ্দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ফোনালাপে তারা পরস্পর কুশল বিনিময় করেন।

রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনের নাম ঘোষণার পর নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল। ২৪ এপ্রিল বাংলাদেশ পাচ্ছে নতুন রাষ্ট্রপতি।

সর্বশেষ নিউজ