৭ সেপ্টেম্বর ২০২৪, শনিবার

ভালোবাসা দিবসে ভক্তদের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী প্রিয়াংকা

নিজস্ব প্রতিবেদক
spot_img

ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন মডেল অভিনেত্রী প্রিয়াংকা জামান।

এইদিন এইসময়ের সঙ্গে আলাপকালে অভিনেত্রী জানান, দেশ-বিদেশে অবস্থান করা আমার সকল ভক্তদেরকে আমি আমার মন থেকে ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনে শুভেচ্ছা জানাই। একই সঙ্গে আমি বহু মানুষের ভালোবাসা পেয়েছি। মানুষের এত এত ভালোবাসায় আমি সত্যিই আপ্লূত।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি আরও লিখেন, ভালোবাসা দিবসের শুভেচ্ছা সবাইকে। ভালোবাসা বলতে শুধুমাত্র প্রেমিক প্রেমিকাকে বুঝায় না। ভালোবাসা মানুষ বলতে পরিবারের সকল সদস্যকে বোঝায়। তাই সবাইকে অনুরোধ করব পরিবারের সবাইকে ভালবাসুন, তাদের পাশে থাকুন, সময় কাটান, তাহলেই বুঝতে পারবেন প্রকৃত ভালোবাসা কাকে বলে। আল্লাহপাক সবাইকে প্রকৃত ভালোবাসা বোঝার ক্ষমতা দান করুন…….আমিন।

প্রায় এক দশক ধরে অত্যন্ত সফলতার সাথে শোবিজে নিজের পরিচ্ছন্ন কাজের সাক্ষর রেখে যাচ্ছেন প্রিয়াংকা জামান। ইতোমধ্যেই বেশকিছু সিনেমাতেও কাজ করেছেন প্রিয়াংকা। মডেলিং এবং অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায়ও সাফল্যের সঙ্গে কাজ করে অর্জন করেছেন ব্যাপক সুনাম।

ছোটবেলা থেকেই শোবিজে কাজ করার ইচ্ছে নিয়ে বড় হওয়া প্রিয়াংকা নাচ শেখেন বাফাতে। আত্মবিশ্বাসী প্রিয়াংকা নিজেকে শুধু নাচের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি। নিজের কাজ ও মেধা দিয়ে জায়গা করে নিয়েছেন শোবিজের সকল শাখায়।

২০১৩ সালে বিটিভির ‘ছায়াছন্দ’ অনুষ্ঠান উপস্থাপনার মধ্যদিয়ে মিডিয়াতে ক্যারিয়ার শুরু করেন প্রিয়াংকা। এরপর মার্কুইজ পানির পাম্প, ফেমাস টিভি, প্রাণ আরএফএল গ্লাস ও মাদুলি জুয়েলার্স-এর বিজ্ঞাপনে অভিনয় করে দর্শক মহলে ব্যাপক সাড়া পেলেন তিনি।

এছাড়াও একাধিকবার মডেল হয়েছেন গ্রামীণফোন, আড়ং ও ভেজলিন লোশনের বিলবোর্ডে।

লনি ও ফারহানার গাওয়া ‘জানো কি’, আসিফ আকবরের ‘লুকোচুরি’, তৌসিফের ‘ভালোবাসা দাও’ এবং প্রীতমের ‘প্রেম কাব্য’ গানে মডেল হয়েও ব্যাপক প্রশংসিত হন প্রিয়াংকা জামান।

সাখাওয়াত আল মামুনের ‘আজিজ মার্কেট’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে টিভি নাটকে অভিষেক প্রিয়াংকার। পরবর্তিতে প্রিয়াংকা ‘হৃদয় ঘঠিত’, ‘প্রেম থেরাপি’ -সহ আরো বেশ কিছু টিভি নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।

সর্বশেষ নিউজ