২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

মানবতার সেবায় হিরো আলম ফাউন্ডেশন পেলো লাখ টাকা অনুদান

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম মানবতার সেবায় নিজ নামে ফাউন্ডেশন গড়ার ঘোষণা দিয়েই চমকপ্রদ খবর পেলেন। আর তা হচ্ছে হিরো আলম ফাউন্ডেশন একটি প্রতিষ্ঠান থেকে লাখ টাকা অনুদান প্রাপ্তি।

খান ডটকম ওভারসিজ লি: এর এম.ডি কাশেম খান হিরো আলম ফাউন্ডেশনকে এই অনুদান প্রদান করেছে। মঙ্গলবার রাতে এইদিন এইসময়কে এ তথ্য নিশ্চিত করেন হিরো আলম।

তিনি বলেন, আমার ফাউন্ডেশনে প্রথমবারের মতো এক লাখ টাকা অনুদান পেয়েছি। অনুদান প্রদানকারী প্রতিষ্ঠানের কাছে আমি কৃতজ্ঞ। আশা করি সবাই এভাবে আমার পাশে দাঁড়াবে। আমিও সবার পাশে দাঁড়াতে চাই।

তিনি আরও বলেন, দেশ এবং দেশের বাইরের মানুষকে নিয়ে হিরো আলম ফাউন্ডেশনের কমিটি গঠন করবো। সেই কমিটি দেশের ৬৪টা জেলার কমিটি গঠন করে স্বচ্ছ জবাবদিহিতা মূলকভাবে কাজ করবে। কেউ যেন বলতে না পারে গরিব অসহায়ের টাকা মেরে খেয়েছি।

হবিগঞ্জ থেকে উপহার হিসেবে পাওয়া সেই গাড়িটি অ্যাম্বুলেন্সে রূপান্তর হচ্ছে জানিয়ে হিরো আলম বলেন, গাড়িটি এখন বগুড়ায় ওয়ার্কশপে রয়েছে। আমি সেখানেই যাচ্ছি। আশা করছি শিগগিরই গাড়িটি মানুষের সেবায় রাস্তায় নামবে।

সর্বশেষ নিউজ