২০ জানুয়ারি ২০২৫, সোমবার

মেট্রোরেলের প্রকৌশলী তিন দিন ধরে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

তিন দিন ধরে নিখোঁজ নিখোঁজ মেট্রোরেলের (এমআরটি লাইন-৬ প্রকল্প) প্রকৌশলী শাহরিয়ার কবির।

প্রকৌশলী নিখোঁজের ঘটনা জানিয়ে রাজধানীর তুরাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন তার মা। এরপর চলে গেল তিন দিন। কিন্তু তদন্তের কোনো অগ্রগতি নেই। নিখোঁজ রহস্যের‌ও কোনো কূলকিনারা হচ্ছে না।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়,গত ১২ ফেব্রুয়ারি বিকেলে অফিস থেকে বেরিয়ে নিখোঁজ হন প্রকৌশলী শাহরিয়ার কবির। নিখোঁজ হওয়ার এ ঘটনায় ১৩ ফেব্রুয়ারি তার মা রাশিদা আকতার তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি এমআরটি প্রকল্পের উত্তরা ডিপোর সিকিউরিটি ম্যানেজার একরামুল কবির হাওলাদারও এ ঘটনায় জিডি করেছেন।

সূত্র জানায়, মোবাইল ফোনে সরাসরি কথা বলতেন না শাহরিয়ার। বিভিন্ন অ্যাপ ব্যবহার করে কল করতেন। ফলে তার মোবাইল ফোনের কল রেকর্ড থেকে বিশেষ কোনো তথ্য মিলছে না।

অপরদিকে অফিস থেকে বের হওয়ার আগে ফোনটি ভুলক্রমে রেখে যাওয়ায় ফোনের সূত্র ধরেও এগোনো যাচ্ছে না।

তুরাগ থানা পুলিশ বলছে, পরিবার নিখোঁজ উল্লেখ করে ডায়েরি করেছেন। তিনি আত্মগোপনে আছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের ভাষ্য, ভিডিও ফুটেজ এবং পরিবারের বক্তব্যে তাকে গুম করার মতো কোনো ভাষ্য পাইনি। তিনি নিখোঁজ হতে পারেন তেমনটা এখনই মনে হচ্ছে না। পুলিশ আশা করছে শিগগিরই তাকে উদ্ধার করা সম্ভব হবে।

এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, কর্মস্থলে বা কারও সঙ্গে তার কোনো বৈরি সস্পর্ক ছিল বলে জানা যায়নি। তা ছাড়া পরিবারের তথ্যমতে- তার সঙ্গে এক নারীর প্রেমের সম্পর্ক ছিলো। এরইমধ্যে তার পছন্দের বাইরে অন্য এক মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করে পরিবার।

সর্বশেষ নিউজ