২০ জানুয়ারি ২০২৫, সোমবার

বিএনপি বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করতে চায় : কামরুল ইসলাম

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নির্বাচন ঘিরে বিএনপি বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করতে চায়।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) প্রেস ক্লাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট আয়োজিত এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি।

কামরুল ইসলাম বলেন, দলটি (বিএনপি) বাংলাদেশকে আবার পেছনের দিকে নিয়ে যেতে চায়, বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করে তারা অর্থনীতি পঙ্গু করতে চায়।

বিএনপি আসলে নির্বাচন আরও ভালো হতো মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিলেও তারা (বিএনপি) আসেননি।

কামরুল ইসলাম বলেন, সুন্দর একটি নির্বাচন করতে পারলে বিএনপির আস্ফালন বন্ধ হয়ে যাবে। সুষ্ঠু নির্বাচনের ঘোষণা সারা বিশ্ব দেখবে। সুষ্ঠু নির্বাচন করতে পারলে বিএনপির কর্মীরাই তাদের নেতাদের ধাওয়া করবে।

এই নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ শক্তির বিভাজন পরিষ্কার হবে জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, প্রত্যেকের দায়িত্ব হবে নির্বাচনের দিন সকাল থেকে ভোটকেন্দ্রে যাওয়া। ভোট উৎসবমুখল হবে।

সর্বশেষ নিউজ