জামালপুর-৪ আসনের সরিষাবাড়ী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসানের (ঈগল প্রতীক) সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান হেলালের (নৌকা) সমর্থকদের বিরুদ্ধে।
সোমবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার তাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়েছেন। তারা ডা. মুরাদ হাসানের সমর্থক।
আহতরা হলেন– মাইজবাড়ী গ্রামের রইচ মন্ডলের ছেলে রুবেল (৩০), আলা উদ্দিনের ছেলে সাদ্দাম (৩২), রইচ উদ্দিনের ছেলে রোকন (২৮), সুরুজ্জামানের ছেলে কফিল সরকার (২৫), মরহুম শামছুল এর ছেলে দিলখুশ (৪০), তাড়িয়াপাড়া গ্রামের শাহীনের ছেলে হামজা (১৮), শিমলা পল্লী এলাকার আহমেদ আলীর ছেলে ফারুক (২৫), আব্দুল জলিলের ছেলে ফরহাদ (২২)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার শিমলাপল্লী গ্রামের তাড়িয়াপাড়া এলাকায় স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) ডা. মুরাদ হাসানের একটি নির্বাচনী প্রচারণা কেন্দ্র করা হয়। ওই কেন্দ্রে ডা. মুরাদ হোসেনের সমর্থকরা যাচ্ছিলেন। এসময় নৌকার প্রার্থীর সমর্থকদের একটি দল লাঠিসোঁটা নিয়ে হামলা করে ও প্রচারণা কেন্দ্র ভাঙচুর করে। এতে ১০ জন আহত হন।
এবার শম্ভু-বাহারকে ইসিতে তলব
আচরণবিধি লঙ্ঘনের দায়ে মাশরাফিকে জরিমানা
আচরণবিধি লঙ্ঘন : সাকিব আল হাসানকে সতর্ক করল ইসি
ডা. মুরাদ হাসানের সহযোগী সাখাওয়াত হোসেন মুকুল বলেন, আমাদের সমর্থকরা একটি ওয়ার্ডের নির্বাচনী প্রচারণা কেন্দ্রে ছিল। নৌকা প্রতীকের সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে আমাদের লোকজনের ওপর হামলা করে। এতে আমাদের ১০ জন আহত হয়েছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
উল্লেখ্য, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ডা. মুরাদ হাসান। ২০২১ সালে মুরাদ হাসানের মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের সব দলীয় পদপদবি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি তিনি। ফলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করেছেন ডা. মুরাদ হাসান।
(এইদিনএইসময় /জাকারিয়া শুভ)