এই ইশতেহার যে মুহূর্তে ঘোষণা করা হবে, আমরা তখন এক প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করে যাচ্ছি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের দলীয় ইশতেহার পূর্ববর্তী বক্তব্যে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমরা এখন ষড়যন্ত্র আর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছি৷ নির্বাচন আমাদের করতে হবে, এটা সাংবিধানিকভাবে হবে। আমরা নির্বাচনকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছি। ইলেকশন কমিশন স্বাধীনভাবে কনডাক্টর করার সুযোগ করে দিয়েছে। মেজর কোনো সিদ্ধান্ত সরকার নিতে পারে না। আইন প্রয়োগকারী সংস্থাসহ সব কিছু নির্বাচন কমিশনের হাতে। আমরা ঠুটো জগন্নাথ নির্বাচন কমিশন চাই না। কংগোর মতো দেশ তিন দিনেও নির্বাচনের রেজাল্ট দিতে পারে না। এতো কিছু করেও আমরা গণতন্ত্র সম্মেলনে দাওয়াত পাইনা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, শেখ হাসিনা আমাদের কাছে ইনসপায়ার লিডার, তিনি পরবর্তী জেনারেশনকে নিয়ে ভাবেন। তিনি বাংলাদেশ আত্মার জন্য লড়াই করছেন। তিনি অবিরাম লড়াই করে যাচ্ছেন। যাকে সম্প্রতিকালে রিসি সুনাক বলেছিলেন, ‘আমার স্ত্রী সন্তান আপনাকে ফলো করে’। সেটা আমাদের গর্বিত করে। গত ৪৮ বছর সবচেয়ে সহসী রাজনৈতিক নেতার নাম শেখ হাসিনা। বাংলাদেশের সবচেয়ে সফল ডিপ্লমেটের নাম শেখ হাসিনা আইআরআই তাদের গবেষণায় বলেছে, দেশে ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনার নেতৃত্ব পছন্দ করেন।