বগুড়ার নিখোঁজ দুই বিএনপি নেতা দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেন কোথায় কী অবস্থায় আছেন এ বিষয়ে প্রতিবেদন দিতে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৪ জানুয়ারি পুলিশের আইজিকে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) বিচারপতি আবু তাদের মুহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।
একইসঙ্গে তাদের কেনো আদালতে হাজির করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আদালত বলেন, মানুষের জীবন অত্যন্ত মূল্যবান, রাষ্ট্রের দুজন নাগরিক নিখোঁজ সে কারণে ১ ঘণ্টাও বিলম্ব করা যাবে না।
পরিবারের দাবি, ১৪ ডিসেম্বর বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে সেখানে বিকেল পাঁচটার দিকে ডিবি পরিচয়ে কয়েকজন তাকে তুলে নেন। এরপর দুপচাঁচিয়া সদরে নিয়ে এসে তার ফোনে দেলোয়ার নামের আরেকজনকে ডেকে এনে তুলে নেন। এরপর থেকে দুজনের কোনো হদিস মিলছে না। নিখোঁজ বিএনপির দুই নেতা হলেন কাহালু উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ওরফে হৃদয় এবং উপজেলা বিএনপির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।