২০ জানুয়ারি ২০২৫, সোমবার

ঢাকার সাত মসজিদ গৃহনির্মাণ সমবায় সমিতির পরিচালক হলেন নোয়াখালীর পুত্রবধু নাজনীন হাসা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ঢাকার সাত মসজিদ গৃহনির্মাণ সমবায় সমিতির পরিচালক হলেন নোয়াখালীর পুত্রবধু নাজনীন হাসান

ঢাকার মোহাম্মদপুর থানাধীন সাত মসজিদ গৃহ নির্মাণ সমবায় সমিতি লিমিটেড এর পরিচালক পদে প্রতিদন্ধিতা করে ভোট যুদ্ধে বিজয়ী হলেন, নোয়াখালীর পুত্রবধু নাজনীন হাসান।

সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে গতকাল ২৭ ডিসেম্বর সাত মসজিদ ৪ নম্বার রোড হাউজিং কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে- শেখ আতাউর রহমান ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হলেও, ভাইস-চেয়ারম্যান পদে- অধ্যাপক মো: সাজিদুল ইসলাম ও সেক্রেটারী পদে- বদরুল হায়দার চৌধুরী বিনাপ্রতিদন্ধিতায় নির্বাচিত হলেন এবং বাকী ৯ জন ভোটারদের প্রত্যক্ষ ভোটে পরিচালক পদে নির্বাচিত হলেন।

পরিচালক পদে নতুনদের মাঝে তিনিই একমাত্র ভোট যুদ্ধে অবতীর্ণ হয়ে, বিজয়ী হলেন। নাজনীন হাসান নির্বাচিত হয়ে, সম্মানিত ভোটাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সকল ভক্ত-শুভাকাঙ্ক্ষীর প্রতি জানান উষ্ণ অভিনন্দন।

তিনি ঢাকাস্থ সেনবাগ পেশাজীবী পরিষদ এর সভাপতি ও এস.এ গ্রুপ অব কোম্পানিজ এর গ্রুপ কো-অর্ডিনেটর হাসান মঞ্জুর এর সহধর্মিণী।

সর্বশেষ নিউজ