১৮ জানুয়ারি ২০২৫, শনিবার

৭০ বছরের বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বরিশালে জমি নিয়ে বিরোধের জের ধরে সেরজান আলী নামে সত্তর বছরের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের ইসলাম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেরজান আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি বলে জানিয়েছেন ওসি আরিচুল হক।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সেরজান আলীর সাথে পার্শ্ববর্তী এক গ্রুপের জমি নিয়ে বিরোধ চলছিল। তারই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে সেরজান আলীকে প্রতিপক্ষরা মারধর করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

(এইদিনএইসময় /জাকারিয়া শুভ)

সর্বশেষ নিউজ