বিদেশি কিছু সাংবাদিক মোটা অঙ্কের টাকার বিনিময়ে বাংলাদেশের বিরুদ্ধে লিখছে বলে মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এসব বিদেশি সাংবাদিকরা বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রে টাকার বিনিময়ে মদদ দিচ্ছে। বিএনপি-জামায়াত নির্বাচনে না এসে নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
শুক্রবার কসবা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আকছিনা বাজার প্রাঙ্গণে নিবার্চনি গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশের উন্নয়ন চায় না। বাংলাদেশের মানুষ সুখে থাকুক এটা তারা চায় না। এখন তারা নির্বাচন ভন্ডুল করতে এসেছে। সারাবিশ্বে টাকা ছড়াচ্ছে আর বাংলাদেশের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।
আইনমন্ত্রী বলেন, আমি আপনাদের প্রতিনিধি, আমি পরিস্কারভাবে বলে দিতে চাই। কোন রাজনৈতিক দল বা অন্য কাউকে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। বাংলাদেশের ভূখণ্ডে কেউ অপরাধ করলে বাংলাদেশের আইনে তার বিচার হবে। কেউ আইনের ঊর্ধ্বে না। আমরা আমাদের ভবিষ্যৎ গড়বো। আপনারা ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করবেন।
এ সময় তিনি বলেন, আপনারা সত্যি সত্যি আমাকে মনে স্থান দিয়ে থাকলে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে কেন্দ্রে গিয়ে আমাকে ভোট দেবেন।
কসবা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভুঁইয়া জীবন, কসবা পৌর মেয়র মো. গোলাম হাক্কানী, কুটি ইউপি চেয়ারম্যান ছায়েদুর রহমান স্বপন, কসবা পশ্চিম ইউপি চেয়ারম্যান মো. ছায়েদুর রহমান মানিক ও জেলা পরিষদ সদস্য আব্দুল আজিজ প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কসবা পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিলন।
(এইদিনএইসময় /জাকারিয়া শুভ)