২০ জানুয়ারি ২০২৫, সোমবার

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

ভোক্তাপর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম মঙ্গলবার (২ জানুয়ারি) নির্ধারণ করা হবে।

সোমবার (১ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কারওয়ান বাজারে কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে মঙ্গলবার বিকেল ৩টায় জানুয়ারি মাসের জন্য নতুন দাম ঘোষণা করা হবে।

এর আগে, গত ৩ ডিসেম্বর এলপিজির দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

ঘোষণা অনুযায়ী, ডিসেম্বরের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৮১ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪০৪ টাকা নির্ধারণ করা হয়।

নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম ১ হাজার ৩৬৩ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

সর্বশেষ নিউজ