আত্মপ্রকাশ করলো দুর্নীতি দমন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন এন্টি করাপশন রিপোর্টার্স ফোরাম (এসিআরএফ)।
মঙ্গলবার (২ জানুয়ারি) সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে নতুন এ সংগঠনের আত্মপ্রকাশ হয়। সংগঠনের আহবায়ক এটিএন নিউজের বিশেষ প্রতিনিধি তাওহীদ সৌরভ এবং সদস্য সচিব ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মুহম্মদ রিশাদ হুদা। কমিটির অপর সদস্যরা হলেন, ডেইলি সান এর প্রধান প্রতিবেদক মোর্শেদ নোমান, ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি আদিত্য আরাফাত, ঢাকা পোষ্টের জ্যেষ্ঠ প্রতিবেদক এম এ রহমান মাসুম, কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার হাসিব বিন শাহিদ এবং বাংলাবার্তার বিশেষ প্রতিনিধি শেখ জাহিদুজ্জামান। আত্মপ্রকাশ অনুষ্ঠানে সিদ্ধান্ত হয় এই কমিটি শিগগিরই একটি পুর্নাঙ্গ কার্য নির্বাহী কমিটি গঠন করবে। আহবায়ক কমিটি গঠনের পরই নেতারা দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ এবং দুই কমিশনার জহুরুল হক এবং আছিয়া খাতুনের সঙ্গে দেখা করেন। দুদক চেয়ারম্যান এবং কমিশনারদ্বয় নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে দুর্নীতি প্রতিরোধে সকল কার্যক্রমে সংগঠনের সহযোগিতা কামনা করেন।