২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার
--বিজ্ঞাপন-- Bangla Cars

ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়া-তুরস্কে দক্ষতার সঙ্গে উদ্ধার কাজ করছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ব্যুরো
spot_img

যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আমাদের সশস্ত্র বাহিনী মানুষের পাশে থাকে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমাদের দেশে বা বিদেশে যখন কোনো দুর্যোগ হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনী এগিয়ে যায়। শান্তি মিশনে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সম্প্রতি ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়া-তুরস্কে দক্ষতার সঙ্গে উদ্ধার কাজ করছে সশস্ত্র বাহিনী।

বৃহস্পতিবার চট্টগ্রাম সেনানিবাসে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবদীপ্ত ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘আমরা দেশকে শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। তাই জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। “সকলের সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে শত্রুতা নয়”-এই নীতিতে আমরা এগিয়ে যাচ্ছি।

কিন্তু যদি কখনো বহিঃশত্রুর আক্রমণ হয়, তা যেন আমরা মোকাবেলা করতে পারি, এ জন্য সশস্ত্র বাহিনী গড়ে তুলি। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন কাজে দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে সশস্ত্র বাহিনী। আমরা যখন ঘোষণা দিই, “একটি মানুষও ভূমিহীন থাকবে না” সেই উদ্যোগে সর্বপ্রথম এগিয়ে আসে নৌবাহিনীর সদস্যরা। ’

তিনি বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে উন্নত দেশও মন্দার কবলে পড়েছে। আমাদের দেশের মাটি অত্যন্ত উর্বর। আমি চাই, যা পারেন উৎপাদন করেন। এক ইঞ্চি জমিও যেন খালি পড়ে না থাকে। যাতে মন্দার ধাক্কাটা আমাদের দেশে না আসে। যুদ্ধ না থামা পর্যন্ত আমাদের এটা করে যেতে হবে। ’

এ সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সকল সদস্যের কর্মজীবনের সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী। তিনি এমন আয়োজনের জন্য সেনাবাহিনী প্রধানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

সর্বশেষ নিউজ