১৮ জানুয়ারি ২০২৫, শনিবার

আমির কন্যা ইরার বিয়ে আজ

বিনোদন ডেস্ক
spot_img
spot_img

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’—খ্যাত অভিনেতা আমির খান। তার একমাত্র কন্যা ইরা খানের বিয়ে বুধবার (৩ জানুয়ারি)। গেল বছরের নভেম্বর মাসে প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বাগদান সারেন আমিরকন্যা।

সোমবার (২ জানুয়ারি) অনুষ্ঠিত হয় ইরার গায়ে হলুদ। অনুষ্ঠানে ইরার মা রিনা দত্ত এবং আামিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাওকে একসঙ্গে দেখা গেছে।

শুধু তাই নয়, শাড়ির রং আলাদা থাকলেও দুইজনের সাজ-পোশাক আর স্টাইলে বেশ মিল ছিল। ইরার বাগদানেও একসঙ্গে দেখা গিয়েছিল আমিরের প্রাক্তন দুই স্ত্রী রিনা ও কিরণকে।

হলুদের অনুষ্ঠানে ইরার পরনে ছিল সাদা-কালো রঙের একটি শার্ট আর সঙ্গে মিনি স্কার্ট। এমনকি মুখে মেক আপের লেশমাত্র ছিল না ইরার। আমিরও পরেছিলেন একটি কালো রঙের টি-শার্ট।

এর আগে, গেল বছরের ৩ অক্টোবর ইরা-নূপুরের বিয়ের তারিখ নির্ধারণ হলেও সেটা পিছিয়ে যায়। আবার মাঝে বেশ কয়েকবার তাদের সম্পর্ক ভাঙনের গুঞ্জনও উঠে। কিন্তু সব জল্পনা-কল্পনাকে ছাপিয়ে অবশেষে সংসার জীবনে পা রাখতে চলেছেন এই প্রেমিকযুগল।

প্রসঙ্গত, প্রায় দুইবছর ধরে ফিটনেস কোচ নূপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন ইরা। গেল বছরের নভেম্বরে মুম্বাইতে জমকালো আয়োজন করা হয় বাগদান অনুষ্ঠানের। বর্তমানে বিয়ের কনে রূপে আামিরকন্যাকে দেখার অপেক্ষার প্রহর গুনছেন নেটিজেনরা।

সর্বশেষ নিউজ