২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার
--বিজ্ঞাপন-- Bangla Cars

সব দলের অংশগ্রহণে নির্বাচন চায় ইইউ

কূটনৈতিক প্রতিবেদক
spot_img

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার রাজধানীর গুলশা‌নে ইইউভুক্ত সাত দে‌শের রাষ্ট্রদূত‌দের সঙ্গে বৈঠক শে‌ষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী নির্বাচন করবে। সে কথা ইউই রাষ্ট্রদূতদের জানানো হয়েছে। সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক—এটা প্রত্যাশা করে ইইউ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ইইউ রাষ্ট্রদূতদের জানানো হয়েছে, তত্ত্বাবধায়ক নয় সং‌বিধান অনুযায়ী আগামী নির্বাচন হ‌বে।

আওয়ামী লী‌গের কথায় ইইউ সন্তুষ্ট কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘সেটা ইইউকেই জিজ্ঞেস করতে হবে। ইইউ চায় নিবন্ধিত সব দলই নির্বাচনে আসুক।

তিনি বলেন, ‘বিএনপির নির্বাচন করারই ইচ্ছে নেই। তারা জানে নির্বাচনে হেরে যাবে। তাই আবারও জ্বালাও পোড়াও আন্দোলনের পাঁয়তারা করছে। ’

সাত দেশের রাষ্ট্রদূতের সঙ্গে দেড় ঘণ্টা বৈঠক করেন ওবায়দুল কাদের। সঙ্গে ছিলেন দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও সভাপ‌তিমণ্ডলীর সদস‌্য কাজী জাফরুল্লাহ।

সর্বশেষ নিউজ