২০ জানুয়ারি ২০২৫, সোমবার

বিয়ের দুই মাসের মাথায় নববধূর আত্মহত্যা 

নেত্রকোনা প্রতিনিধি
spot_img
spot_img

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আনিকা জাহান স্বর্ণা (১৯) নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত স্বর্ণা উপজেলার শেহড়াতলী গ্রামের বাবুল মিঞার মেয়ে। সে স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়কাশিয়া গ্রামের মৃত ফজল মিয়ার ছেলে নাজিমুদ্দিনের সাথে প্রেমের সম্পর্কের ছিল স্বর্নার।  দুই মাস আগে তাদের বিয়ে হয়। তবে তাদের পরিবারে কলহ চলছিল বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে স্বামীর বাড়িতে বসত ঘরের আড়ার সাথে ওড়না প্যাচিয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। পারিবারিক কলহ চলছিল বলে জানা গেছে।  এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

 

সর্বশেষ নিউজ