গাজীপুর কাপাসিয়াকে আরও স্মার্ট বানাতে চায় আওয়ামীলীগ ও কৃষকলীগের উপদেষ্টা শিল্পপতি জনাব – আলম আহমেদ দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী হলে গাজীপুর কাপাসিয়াকে আরও স্মার্ট হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন গাজীপুর -৪ আসনের আওয়ামীলীগের স্বতন্ত্য প্রার্থী – জনাব আলম আহমেদ এই আসনের ঈগলের নয়া মাঝির প্রচারণায় মুখরিত গাজীপুর কাপাসিয়া বাসি বুধবার দুপুরে গণসংযোগকালে আওয়ামীলীগের স্বত্বন্ত্য প্রার্থী বলেন, কাপাসিয়া পাইলট স্কুল-কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করতে চান এবং প্রতিটা ইউনিয়ানে পরিবেশ বান্ধব শিল্পকারখানা গড়ে তোলার প্রতিশুতি দিয়েছেন ও গাজীপুর কাপাসিয়াকে সন্তাস রাখতে চান স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংঠনের নেতাকর্মীদের নিয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন কৃষকলীগের উপদেষ্টা শিল্পপতি জনাব – আলম আহমেদ । বাড়ি বাড়ি গিয়ে ঈগল চাচ্ছেন ভোট। তাকে দেখে ভোটাররাও অনেক উচ্ছ্বাসিত। গণসংযোগে তরুণদের বাস্তবের আখ্যা দিয়েছেন কৃষকলীগের উপদেষ্টা ও শিল্পপতি জনাব – আলম আহমেদ তাদের নিয়েই সব কাজ এগিয়ে নিয়ে যেতে চান আওয়ামী লীগের এই স্বত্বন্ত্য প্রার্থী।