১৮ জানুয়ারি ২০২৫, শনিবার

চাঁদপুরে লঞ্চ-কার্গোর মুখোমুখি সংঘর্ষ, নিখোঁজ ১

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ঘন কুয়াশায় চাঁদপুরের মতলব উত্তরের এখলাসপুরের মেঘনা নদীতে লঞ্চ ও কার্গোর মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর এক সার্জেন্টের স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সুন্দরবন-১৬ ও নোঙ্গর করে রাখা মার্কেন্টাইল-৩ কার্গো জাহাজের সাথে এই মুখোমুখি সংঘর্ষ হয়।

৪ জানুয়ারি বৃহস্পতিবার দিনগত রাত দেড়টায় এখলাসপুর গ্রামের সামনে এই দুর্ঘটনা ঘটলেও এখন পর্যন্ত নিখোঁজ একজন বাদে সবাই সুরক্ষিত রয়েছে।

চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গেল রাত সাড়ে ৯টায় ঢাকা হতে সুন্দরবন-১৬ লঞ্চটি প্রায় দুই হাজার যাত্রীসহ বরিশালের উদ্দেশ্য ছেড়ে আসে। পরে মধ্য রাতে ঘনকুয়াশায় এখলাসপুর গ্রামের সামনে মেঘনা নদীতে নোঙর করা মার্কেন্টাইল-৩ নামক কার্গো জাহাজের সাথে ধাক্কা লাগে। ধাক্কার পরে লঞ্চটি নদীর কিনারে নিতে সক্ষম হয়।

নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরও জানান, সুন্দরবন-১৬ লঞ্চটির মাঝখানে কিছু অংশ ভেঁঙে যায়। লঞ্চের যাত্রীদের মধ্যে একজনের পা ভেঙে যায়। তাকে প্রাথমিকভাবে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিনা বেগম নামে সেনাবাহিনীর এক সার্জেন্টের স্ত্রী নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে খোঁজাখুঁজির কাজ অব্যাহত রেখেছেন।

চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, দুর্ঘটনায় কবলিত লঞ্চ ও কার্গোটি এখনো এখলাসপুরেই নোঙ্গর করা রয়েছে। নৌ পুলিশের সহায়তায় তেমন কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই সকল যাত্রীকে উদ্ধার করা হয়েছে। অন্য একটি লঞ্চ সুন্দরবন-১৫ এনে অর্ধেক যাত্রীদের গন্তব্যে পাঠানো হচ্ছে এবং অপর যাত্রীদের নেওয়ার জন্য সুন্দরবন-১৪ আসতেছে। এ ছাড়াও এ ঘটনায় একজন আহত যুবক যাত্রীর পা ভেঙে যাওয়ায় তাকে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাস্পাতালে নেওয়া হচ্ছে এবং একজন নারী যাত্রী নদীতে নিখোঁজ হওয়ায় তাকে খোঁজাখুঁজির কাজ অব্যাহত রয়েছে।

(এইদিনএইসময় /জাকারিয়া শুভ)

সর্বশেষ নিউজ