ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ১২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জাতিসংঘ এসব তথ্য জানিয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) সংবাদমাধ্যম আল-জাজিরা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘণ্টায় গাজার আকাশ, নৌ এবং স্থলসহ ১০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনী বিষয়টি স্বীকার করেছে। পাশাপাশি হামাসের সামরিক স্থাপনা থেকে শুরু করে অস্ত্রাগার এবং অন্যান্য স্থাপনা হামলায় গুড়িয়ে দেওয়া হয়েছে বলে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে।
এদিকে গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট যুদ্ধের পর গাজার প্রশাসনিক ব্যবস্থা কেমন হবে- সেই পরিকল্পনা উপস্থাপন করেছেন। তিনি বলেছেন, সহিংসতা বন্ধের পর ফিলিস্তিনের এ ভূখণ্ডের ইসরায়েল বা হামাস কেউ শাসন করবে না।
(এইদিনএইসময় /জাকারিয়া শুভ)