ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পড়শীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আজ শনিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্বাচনবিরোধীরা নির্বাচন বানচালের জন্য আগুন দিয়েছে।
গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রামপ্রসাদ পাল বলেন, ‘ভোর সাড়ে চারটার দিকে আমরা আগুনের খবর পেয়ে পড়শীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাই। পরে আগুন নিয়ন্ত্রণে আনি। ঘটনার পর পুলিশও ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করে।’
আগুনে স্কুলঘরের বাঁশের সিলিং ও ব্ল্যাকবোর্ড পুড়ে গেছে। তবে বেঞ্চ অক্ষত আছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামানকে কল করা হলে তিনি ধরেননি। তবে পুলিশের বরাত দিয়ে রামপ্রসাদ পাল বলেন, পড়শীপাড়া সরকারি বিদ্যালয়টিতে নির্বাচনের কেন্দ্র করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নির্বাচনবিরোধীরা আগুন লাগিয়েছে। ঘটনাস্থলে পেট্রল পড়ে থাকতে দেখা গেছে।