১৮ জানুয়ারি ২০২৫, শনিবার

গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে নিহত ৩

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

পাবনার ভাঙ্গুরা উপজেলার বেতুয়ান গ্রামে গরু চুরি করে পালানোর সময় এলাকাবাসীর গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন।

শনিবার (৬ জানুয়ারি) ভোরে উপজেলার বেতুয়ান গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে ভাঙ্গুরার উপজেলার অষ্টমণিষা গ্রামের গোলাপ মিয়ার বাড়ি থেকে দুটি গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বাড়ির লোকজন রাতেই টের পেয়ে আশেপাশের লোকজন ও আত্মীয় স্বজনদের মোবাইল ফোন দিয়ে ঘটনাটি জানান। এরপর ভোরে পাশের বেতুয়ান গ্রামে গরু নিয়ে যেতে দেখলে গ্রামবাসী তাদের ধাওয়া দেয় এবং তিনজনকে ধরে ফেলে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মারা যায় তারা।

ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নাজমুল হক জানান, গরু চুরি করে পালানোর সময় তিনজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছায়। সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সর্বশেষ নিউজ