নেত্রকোনার পূর্বধলায় ‘তেল বরাদ্দ না থাকায়’ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে’র দুটি অ্যাম্বুলেন্সের সেবা ১৪ দিন ধরে বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়তে হচ্ছে রোগীদের। সরকারি এ্যাম্বুলেন্স সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে মুত্যুপথ যাত্রি রোগিরাও।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা লোকজনের সাথে কথা বলে জানা গেছে, সরকারি দুটি এ্যাম্বুলেন্সের কার্যক্রম ২ সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। সেবা প্রার্থীদের বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করতে হচ্ছে দ্বিগুণ টাকায়।
তাই আক্ষেপ করে রোগীর স্বজন মো. শফিক মিয়া বলেন, আমাদের জন্য সরকারি এ্যাম্বুলেন্স বন্ধ থাকলেও কর্তৃপক্ষ চলাচলের জন্য তাদের গাড়িতে তেল ঠিকই আছে। হায়রে আজব দেশ!
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তেল বরাদ্দ না থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে আবার এই সেবা চালু করা সম্ভব হবে।
উপজেলায় প্রায় সাড়ে ৩ লক্ষ মানুষ বসবাস ও চিকিৎসার জন্য ৫০শয্যা বিশিষ্ট সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সটি একমাত্র ভরসা। সেইখানে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে। এতে করে রোগী ও তাদের স্বজনরা পড়েছে চরম বিপাকে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন শত শত রোগী সেবা গ্রহন করে। দুটি এ্যাম্বুলেন্স জরুরি সেবার জন্য রয়েছে। এ্যাম্বুলেন্স দিয়ে জরুরি রোগী উন্নত চিকিৎসা সেবার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে আনা নেওয়া হতো।
সরজমিনে দেখা যায়, জরুরী রোগীরা বাইরে থেকে দ্বিগুণ টাকা ভাড়া দিয়ে এ্যাম্বুলেন্স সংগ্রহ করে নিজ উদ্দ্যোগে সেবা নিচ্ছে।
এ বিষয়ে পূর্বধলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন বলেন, মন্ত্রণালয় থেকে জ্বালানি তেলের বরাদ্দ না থাকায় এ্যম্বুলেন্সে রোগী পরিবহন সাময়িক ভাবে বন্ধ আছে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আবার চালু করা হবে।